কুমার মাধব :: সংবাদ প্রবাহ ::মালদা :: পুরাতন মালদা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ হালদার শুক্রবার বিকেলে একটি ঘরোয়া সভার আয়োজন করা হয় বাচামারি মন্ডলপাড়া এলাকায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের প্রার্থী বিশ্বজিৎ হালদার সহ মন্ডলপাড়া এলাকার নাগরিকেরা।
এই সভার মধ্যে দিয়ে প্রার্থী বিশ্বজিৎ হালদার মানুষজনকে আগামী ২৭ এ ফেব্রুয়ারি পৌরভোটে ভোট দেওয়ার জন্য প্রার্থনা করেন। এছাড়া তিনি বলেন এলাকায় বিজেপি থেকে জয়ী হয়েছিলেন এই এলাকার কাউন্সিলর সার্বিকভাবে কিছুই উন্নয়নের হয়নি যেখানে তিনি যাচ্ছেন অভাব-অভিযোগ পাচ্ছেন এবং কেন্দ্র সরকারের মূল্যবৃদ্ধির সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছেন সেটি থেকে মুক্ত হবেন লোকেরা