কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৩১,অক্টোবর :: সামনেই আলোর উৎসব দীপাবলি মেতে উঠবেন সকলেই l পুরাতন মালদা ব্লকের রশিলাদহ মন্ডলপাড়ায় মৃৎশিল্পীরা এখন মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত।
মালদা জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই এখানকার মাটির তৈরি প্রদীপ ভিন্ন রাজ্য ও পাড়ি দেয়। রশিদাদহ মন্ডলপাড়ায় প্রদীপ তৈরি হচ্ছে বেশ কয়েকটি পদ্ধতিতে মেশিন ও হাত চরকায় তৈরি হচ্ছে মাটির প্রদীপ।
সারা বছরই মাটির গ্লাস সহ আরবেশ কিছু মাটির সামগ্রী বিক্রি হয় তবে কালীপুজোর আগে থেকেই প্রদীপ , ঘট এর বিক্রি l শিল্পী গৌর চন্দ্র পাল জানান পূর্বপুরুষ ধরে এই ব্যবসা আমরা করে আসছি । তবে আগামী প্রজন্ম এই ব্যবসা আর করবে না কারণ যে হারে পরিশ্রম তাতে সেভাবে মজুরি পাওয়া যাচ্ছে না ।পাশাপাশি মাটি ও এখন ঠিকভাবে পাওয়া যায় না।
যদিও পাওয়া যায় চড়া দামে মাটি কিনতে হয়। শিল্পী অলি পাল জানান আমরা কোনরকম ভাবে সরকারের কাছ থেকে সরকারি কোন ভাতা পাই না শুধুমাত্র মাসে লক্ষী ভান্ডার সরকার দেয় তবে এই লক্ষী ভান্ডারে যা টাকা পাই সে টাকা দিয়ে কি সংসার চলে l সরকারি সাহায্য পেলে এই ব্যবসা আরো বেশি ভালো হয়ে করা যাবে ।