নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফলতা :: রাতের অন্ধকারে এক ভবঘুরেকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিহত তপন মন্ডল (৪৫)। ঘটনায় অভিযুক্ত প্রদীপ খাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা থানার বৈদ্যখালি এলাকায়। পুরনো কোন গন্ডগোল থেকে বসার জেরে এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ১১.৩০টা নাগাদ তপন মন্ডল স্থানীয় একটি স্কুলের পাশে অন্ধকারে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, আচমকা প্রদীপ পিছন থেকে ধারালো অস্ত্র নিয়ে তপনের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপায়। ঘটনাস্থলেই রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তপন। তার আর্তচিৎকার শুনে স্থানীয়রা বেরিয়ে এসে হামলাকারিকে হাতেনাতে ধরে ফেলে।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি তপনকে উদ্ধার করে ফলতা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের হাত থেকে অভিযুক্ত প্রদীপকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

