নিজস্ব সংবাদদাতা :: মায়াপুর :: নদীয়া :: সংবাদ প্রবাহ :: মায়াপুর ইসকন মন্দিরের রথযাত্রা উপলক্ষে দর্শনার্থীদের কাছে এবারে বিশেষ আকর্ষণ এই ভগবান বলদেবের রথের চাকা। সুদূর পুরীধাম থেকে এই রথের চাকা মায়াপুর ইসকন মন্দিরে নিয়ে এসেছে ইসকন কর্তৃপক্ষ। যেসব দর্শনার্থীরা পুরীধাম এ পৌঁছে জগন্নাথদেবের রথযাত্রার অংশগ্রহণ করতে পারেন না মূলত তাদের কথা মাথায় রেখে এই বছর সুদূর পুরীধাম থেকে ভগবান বল দেবের রথের চাকা নিয়ে আসা হয়েছে ইসকন মায়াপুরে বলে জানান ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস মহারাজ।
দর্শনার্থীরা মায়াপুর মন্দির প্রাঙ্গণে এসে পবিত্র এই রথের চাকা দর্শন করতে পারবেন এছাড়াও স্পর্শ করে নিজেদের ভক্তি নিবেদন করতে পারবেন বলেও এইদিন জানান রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। প্রতিবছর জগন্নাথ দেবের রথ উৎসব উপলক্ষে নতুন রথ তৈরি করা হয় পুরী ধামে। এবং পুরনো রথের চাকা বহু মূল্যের বিনিময় অকশনের মাধ্যমে হস্তান্তর করা হয়। সেখান থেকেই লক্ষাধিক অর্থ ব্যয় করে পবিত্র এই রথের চাকা শুধুমাত্র দর্শনার্থীদের কথা মাথায় রেখে সুদূর পুরীধাম থেকে নদীয়ার নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরে নিয়ে এসেছে ইসকন কর্তৃপক্ষ বলেও এইদিন জানান তিনি।