নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: শনিবার ১৩,জানুয়ারি :: জঙ্গলমহলে আবারও মাওবাদী সংগঠন গড়ে তোলার পরিকল্পনা আরম্ভ করেছে মাওবাদীরা। তার আগেই পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় জেলার বাগমুন্ডি থানার চৌনিয়া জঙ্গল থেকে গ্রেপ্তার করা হলো মাওবাদীর সেন্ট্রাল কমিটির নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় নাইন এমএম পিস্তল ও মাওবাদী সংগঠনের বেশকিছু নথিপত্র।
অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় এবং নিজেদের হেফাজতের আবেদন জানায় পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান ঝাড়খন্ড লাগুয়া সীমানা থেকে মাওবাদী কেন্দ্র কমিটির নেতা সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পুনরায় মাওবাদীরা নতুন করে কোন সংগঠন গড়ে এলাকায় সন্ত্রাস ছড়াবার চেষ্টা করছেন কি না তা নিয়ে সব্যসাচীর কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করছে জেলা পুলিশ।