নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: শনিবার ,২৭জানুয়ারি :: পুরুলিয়ার গাছবাবা দুখু মাঝি ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে সম্মান পাচ্ছেন,গোটা জেলার গর্ব তিনি। পুরুলিয়া তথা ভারতবর্ষের গর্ব গাছ বাবা দুখু মাঝি ১২ বছর বয়স
থেকে প্রায় অন্তত পাঁচ হাজার গাছ লাগিয়েছেন। সাইকেলে চেপে তিনি বাগমুন্ডি থানার সিন্দ্রি গ্রামের পাশাপাশি বিভিন্ন অঞ্চলে গাছ লাগিয়ে চলেছেন। গাছের বেড়া হিসাবে ব্যবহার করেন শ্মশানের অর্ধেক পুড়ে যাওয়া কাঠ। কারণ সেই কাঠ যাতে মানুষ চুরি করে না নিয়ে যায়।