পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর পথে এয়ার ইন্ডিয়া

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৭,আগস্ট :: পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করার কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। আহমেদাবাদ দুর্ঘটনার পর বেশি কয়েকটি আন্তর্জাতিক উড়ান সাময়িক বাতিল করা হয়েছিল। গত ১ আগস্ট থেকে আংশিকভাবে সেগুলি চালু করা হয়।

এবার পুরোদমে পরিষেবা স্বাভাবিক করার কথা ঘোষণা করল বিমান সংস্থাটি। জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর থেকে পুরোদমে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া।

আমরা ১ আগস্ট থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করা শুরু করেছি। আগামী ১ অক্টোবর থেকে পুরোদমে পরিষেবা শুরু হবে।

এয়ার ইন্ডিয়ার বক্তব্য “আমারা যাত্রী নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত খতিয়ে দেখা হয় বিমানের নিরাপত্তা বলয়গুলি। প্রতিটি বিমান ওড়ার আগে টেকনিশিয়ান এবং পাইলটরা তা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখেন।”

উল্লেখ্য, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় সবমিলিয়ে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =