নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলেঘাটা :: বুধবার ২৯,অক্টোবর :: পুর নিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। বেশ কয়েকটি সংস্থার নাম সামনে এসেছে। সেই সূত্র ধরেই বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডের একটি বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ইডির আধিকারিকরা।
বাড়িতে প্রবেশের ক্ষেত্রে প্রথমে অল্প বাধার মুখে পড়েন তদন্তকারীরা। লোহার গেট বহুক্ষণ ধাক্কা দেওয়া হলেও তা খোলা হয়নি বলে সূত্রের দাবি। পরে নিরাপত্তারক্ষী এসে গেট খুলে দিলে ইডির আধিকারিকরা বাড়িতে ঢোকেন।
এই ঠিকানায় যে দুই ব্যবসাযির বাড়িতে ইডি তল্লাশি চালায় তারা সম্পর্কে দুজনে ভাই। একজনের নাম বিশ্বজিৎ চৌধুরী এবং অপরজনের নাম রণজিৎ চৌধুরী। বিশ্বজিৎ দীর্ঘ সময় ধরে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। ছোট ভাই নির্মাণ সংস্থা, রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত বলে ইডি সূত্রে খবর।
তবে ঠিক কীভাবে এই দুই ব্যবসায়ী নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত সে বিষয়ে ইডির তরফে এখনও কিছু জানানো হয়নি। এদিন ইডির আধিকারিকরা বাড়ির একাধিক ঘরে তল্লাশি চালান। গুরুত্বপূর্ণ নথিপত্র ও লেনদেন সম্পর্কিত ডকুমেন্ট খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

