নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২০,ডিসেম্বর :: পড়ুয়া ভর্তি পুলকর যাচ্ছে প্রচণ্ড গতিতে। সেই পুলকর চালাচ্ছে মদ্যপ চালক সন্দেহ হওয়ায় সেই পুলকার থামায় ট্রাফিক পুলিশ। চালকের মুখে ব্রেথ এনালাইজার মেশিন দিয়ে করা হলো পরীক্ষা । মদ্যপ প্রমাণ হতেই নেওয়া হলো আইনি পদক্ষেপ।
দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের অন্তর্গত এসবি মোড়ে। ধৃত চালকের নাম শিব শঙ্কর টুডু। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির বাসিন্দা। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বিধাননগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ক্ষুদে পড়ুয়াদের নিয়ে এসবি মোড় হয়ে কোকওভেন থানার সুভাষপল্লী এলাকায় যাচ্ছিল।
এসবি মোড়ের কাছে ওই পুলকারের চালককে সন্দেহ হতেই গাড়ি থামানো হয়। তারপরেই ব্রেথ এনালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। চালক মদ্যপ অবস্থায় থাকায় পড়ুয়াদের বাড়িতে বাড়িতে নিরাপদে পৌঁছে দেন মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ।