নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: গত শুক্রবার ছাতনার জীবনপুর মোড়ে বিজেপির প্রাক্তন বাঁকুড়া জেলা সম্পাদক জীবন চক্রবর্ত্তী পথ অবরোধ কর্মসূচীতে অংশ নিয়ে পুলিশকে উলঙ্গ করার হুমকি দেন। এই ঘটনার পর পুলিশ জীবন চক্রবর্ত্তী সহ দেবীদাস চক্রবর্ত্তী ও শ্যামসুন্দর মণ্ডলকে গ্রেফতার করে।এদিন তাঁদের আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের জীবন চক্রবর্ত্তী বলেন, ‘উলঙ্গরাজ চলছে।’ ধৃত বিজেপি নেতা জীবন চক্রবর্ত্তী সহ গ্রেফতার হওয়া তিন জনকে বাঁকুড়া জেলা আদালতে তুললো পুলিশ। শুক্রবার তাঁদের আদালতে তোলা হয়।