নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৩,মার্চ :: পুলিশকে তুলোধনা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। তৃণমূলের কর্মী সম্মেলন থেকে কার্যত থানা ঘেরাও এর হুঁশিয়ারি সাবিনার।
ভূয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়াম এ তৃণমূলের সভা থেকে পুলিশকে তুলোধোনা করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোন অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল প্রেসিডেন্ট নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন।
অঞ্চল কমিটি বা বুথ কমিটি কোন অসুবিধায় পড়লে থানায় গিয়ে জানাবেন। আমাদের নিজের জায়গা আমাদের নিজেদের ঠিক করতে হবে। অনেক জায়গায় গেছি পুলিশের ফিডব্যাক ভালো নয়। আমার কাছে আমার কর্মীরা আগে।