নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাকদ্বীপ থানার পুলিশ। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু পুলিশের সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ীরা পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করে যাচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করলো প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি। নিষিদ্ধ শব্দবাজি সহ এক বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করে কাকদ্বীপ থানার পুলিশ। অভিযুক্ত ওই ব্যবসায়ীকে বৃহস্পতিবার কাকদ্বীপ মহাকুমার আদালতে পেশ করা হয়।
কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি জনান, সুন্দরবন পুলিশ জেলার নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান লাগাতার জারি রয়েছে। বুধবার রাতে কাকদ্বীপ থানার পুলিশ কাকদ্বীপ থানা এলাকার বিভিন্ন এলাকাগুলিতে অভিযান চালায় অভিযানে প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয় পাশাপাশি এই নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
নিষিদ্ধ শব্দবাজি বিরুদ্ধে আগামী দিনেও এইরকম অভিযান চলবে বলে জানিয়েছে কাকদ্বীপের এসডিপিও।