পুলিশি অভিযানে উদ্ধার ৭২টি মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা, আটক এক বাংলাদেশী যুবক সহ দুই।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: পুজোর আগে আবারো বড়োসড় সাফল্য বনগাঁ জেলা পুলিশের। গোপালনগর থানার পুলিশের জালে আন্তর্জাতিক মোবাইল চোরাপাচারের দুই সদস্য উদ্ধার ৭২টি মোবাইল ফোন এবং ৫৭১০ বাংলাদেশী টাকা।

পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে গোপালনগর থানার ১৬ নম্বর গেট এলাকা থেকে আনোয়ার হোসেন (বাংলাদেশি)এবং ইমরান মন্ডল নামে ২ যুবককে আটক করে বনগাঁ জেলা পুলিশ।

অভিযুক্ত আনোয়ার হোসেন বাংলাদেশ থেকে পাসপোর্টে দিন কয়েক আগে ভারতে আসে।পুলিশের দাবি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মোবাইল ফোন এবং বাংলাদেশী টাকা।

সুত্রের খবর ধৃত ইমরান মন্ডল এর মেহেরপুর এলাকায় মোবাইলের দোকান আছে। বনগাঁ এলাকার বিভিন্ন জায়গা থেকে এই ইমরান মন্ডল চোরাই মোবাইল সংগ্রহ করত। পুলিশের অনুমান এই ইমরান বাংলাদেশের আনোয়ার হোসেনের সহযোগিতায় চোরাই মোবাইল বাংলাদেশে পাচার করত।

ধৃত দুই যুবককে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ ১৪ দিনের পুলিশি হেফাজতের আরজি জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে শুক্রবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =