পুলিশি হয়রানি-সহ একাধিক অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন ৷

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি  :: মঙ্গলবার ২৩,জুলাই :: পুলিশি হয়রানি-সহ একাধিক অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন ৷ এর ফলে বাজারে আলুর জোগান কমেছে ৷ তার জেরে দাম বাড়ছে আলুর।হিমঘর বোঝাই আলু থাকলেও আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ডাকে অচলাবস্থা সৃষ্টি হয়েছে রাজ্যে ।

পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ৷ ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে বন্ধ কাজ ৷ফলেই আলুর বাজারে প্রভাব পড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের । এমনিতেই খুচরো বাজারে আলুর দাম ৩০ টাকা থেকে বেড়ে ৩৮ টাকা (কেজি প্রতি) হয়েছে ।

এর উপর হিমঘর থেকে আলু বাজারে আসা বন্ধ হচ্ছে ক্রমশ ঊর্ধ্বমুখী আলুর দাম । আর আখেরে ভোগান্তির মুখে পড়েছে সাধারণ মানুষ । পূর্ব বর্ধমান জেলার মেমারির বিভিন্ন বাজারে দেখা গেল একই ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − five =