নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পোলবা :: শনিবার ৪,মে :: সাধারণত অন্যদিনের মত আজও চলছিল পোলবা থানার পুলিশের নাকা চেকিং, আজ পোলবা থানার অন্তর্গত রাজহাট কড়লা মোড়ে নাকা চেকিং চলার সময় একটি সন্দেহভাজন গাড়িকে পুলিশ দাঁড় করাতে তাতে তিনটি ট্রলি ব্যাগ ভর্তি বেআইনি মদ পাওয়া যায় ।
রীতিমতো পোলবা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও একসাথে মদসহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় ওই পথ দিয়েই যাচ্ছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তিনি রীতিমতো পুলিশের গাড়ি দাঁড় করিয়ে , পুলিশের গাড়ির ভিতর থেকে মদ ভর্তি টলি ব্যাগ গুলি পুলিশের রাস্তায় ফেলে দেন, এবং তিনি বলেন এগুলো সব তৃণমূলের কাজ ভোট কেনার জন্য মদ নিয়ে যাচ্ছিল ।
যদিও গাড়ির ড্রাইভার বলেন হাওড়া থেকে মদ নিয়ে বিহারে একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি, ড্রাইভার জানায় তিনি বিহারের বাসিন্দা হাওড়া থেকে ফেরার সময় বিয়ে বাড়ির জন্য মদের পাউচ নিয়ে তিনটি ট্রলি ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছিলেন, তিনি বলেন বিহারে মদ পাওয়া যাচ্ছে না তাই এখান থেকেই কিনে নিয়ে যেতে হচ্ছে বিয়ে বাড়ির জন্য ।
যদিও তার কথা শুনে লকেট ধমক দিয়ে তাকে এক চড় মারার কথাও বলেন, অবশ্য সেই ড্রাইভার বলেন আপনি ভুল বুঝবেন না আমি বিজেপিরই কর্মী, এই কথা শুনে লকেট গরম হয়ে গিয়ে বলেন মিথ্যা কথা বলবেন না আপনি ভোট কেনার জন্য তৃণমূলের হয়ে এই মদ নিয়ে যাচ্ছিলেন, এ বিষয়ে সাংবাদিকদের সামনা সামনি হয়ে লকেট বলেন সমস্তটাই মিথ্যে কথা এগুলো তৃণমূলের কাজ,
অন্যদিকে এ বিষয়ে চুঁচুড়ার বিধায় অসিত মজুমদার বলেন লকেটের খেয়ে দেয়ে কাজ নেই, যেখানে পুলিশ কাজ করছে সেখানে পুলিশের কাজে বাধা দিতে লকেট পৌঁছেছে, তৃণমূলের এখনো অত খারাপ সময় আসেনি যে মানুষকে মদ খাইয়ে ভোট নিতে হবে,