পুলিশের উইনার্স টিমের উদ্ঘাটন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অর্ণব ঘোষ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: আজ হুগলির চুচুড়াতে পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের উইনার্স টিমের উদ্ঘাটন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অর্ণব ঘোষ ।

তিনি বলেন মোট দশটা বাইক প্রতি বাইকে দুজন করে কুড়ি জনকে নিয়ে পথ চলা শুরু ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী আরো বড় করার সম্ভাবনা আছে বলে জানান।

এর মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে কমিশনার অর্ণব ঘোষ জানান এই টিমের মূলত কাজ যেখানে মহিলাদের আসা-যাওয়া যেমন বাস স্টপ শপিং মল সিনেমা হল এই সকল জায়গায় মহিলাদের বিভিন্ন রকম অপ্রীতিকর সমস্যার সম্মুখীন হতে হয় । যাতে ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে বাইক স্কোয়ারড পৌঁছিয়ে সমস্যার সমাধান করতে পারে ।

এই পরিকল্পনার পিছনে আরও একটি ভাবনাও সম্ভবত কাজ করেছে যে চন্দননগরের মেগা ইভেন্ট জগদ্ধাত্রীপুজো,দূর্গা পুজো এবং অন্যান ধর্মীয় অনুষ্ঠানে যেমন ঈদ, ছট পুজো বা রামনবমীতেও অনেক জমায়েত হয় । সেখানে এই রকম একটি স্কোয়াড কিন্তু মহিলাদের একটু বেশি নিরাপত্তা দিতে সম্ভব হবে এটা আশা করে যায় ।

এই স্কোয়াড পথ চলা শুরু করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের টুপিতে আরও একটি পালক নিয়ে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =