নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়না :: ভোট পরবর্তী বোমাবাজিতে দফায় দফায় উত্তপ্ত ছিল পূর্ব মেদিনীপুরে ময়না। সকালে বোমা গুলির শব্দে ঘুম ভাঁঙতো এলাকার বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট তৎপর জেলা পুলিশ প্রশাসন। শনিবার সকালে অভিযান চালিয়ে এক হাজারের বেশি তাজাবোমা উদ্ধার করলো পুলিশ।
তাজা বোমা উদ্ধারের পর বম্ব স্কোয়াডকে খবর পাঠানো হয়েছে। প্রচুর পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় এখনোও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এত পরিমান তাজাবোমা উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, ভোটের আগে ও পরে রীতিমতন দফায় দফায় উত্তপ্ত ছিল পূর্ব মেদিনীপুরে ময়না সহ বিস্তীর্ণ এলাকা। বোমাবাজি গুলি সহ একাধিক অসামাজিক কাজে আঁতুড়ঘর হয়েছিল ময়না বাকচা সহ বিস্তীর্ণ এলাকা।
শনিবার সকালে ময়না বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামের বিজেপি নেতা নাড়ু মণ্ডল ও সঞ্জয় তাঁতির বাড়ির সামনে হোগলা জঙ্গল থেকে ১২ ড্রাম ভর্তি তাজা বোমাবাজি আটক করে পুলিশ। উদ্ধার হওয়া বোমা সংখ্যা প্রায় এক হাজারের বেশি।প্রচুর পরিমাণ তাজাবোমা উদ্ধারের ঘটনায় রীতিমতন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।প্রচুর পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিজেপি নেতৃত্বরা। তমলুক সাংগঠনিক বিজেপির জেলার সহ সভাপতি আশীষ মণ্ডল বলেন ” পুলিশ প্রশাসনকে একাধিকবার অনুরোধ করেছি। আজ সকালে এক হাজারের বোমা উদ্ধার হয়েছে বলে শুনেছি।
সারা ময়নাতে তল্লাশি চালাতে ১০ লাখেরও বেশি তাজাবোমা উদ্ধার হবে। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় পুলিশ জেলে পুরে রেখেছে। যে কয়েকজন সুস্থ রয়েছে তারা বাইরে রয়েছেন। কয়েকজন কার্যকর্তা এলাকায় রয়েছেন। তাহলে এত বোমা এলো কোথা থেকে ? তৃণমূলের হার্মাদরা বোমা গুলি মজুদ করে রেখেছিল “।ময়না থানার এক পুলিশ আধিকারিক বলেন ” তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। বোমস্কোয়াদকে খবর দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে লাগাতার তল্লাশি চালানো হবে “।
যদিও এলাকার তৃণমূল নেতা বলেন ” সিপিএম থেকে আসা বিজেপিতে কিছু হার্মাদ মজুদ করে রেখেছিল। আজকে তার প্রমাণ পুলিশ পেল। আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে অনুরোধ করেছি “।