নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৯,অক্টোবর :: পুলিশের পরিচয় দিয়ে কফি খাইয়ে সর্বস্ব লুট নবদ্বীপের একজন ব্যবসায়ীর । জিআরপি থানায় অভিযোগ জানাতে গিয়ে গিয়ে ব্যবসায়ী দেখতে পান পুলিশের ওয়ান্টেড লিস্টে প্রতারক সেই ব্যাক্তির ছবি।
নদিয়ার নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুরের বাসিন্দা গৌর চন্দ্র হালদার গত ১৯ অক্টোবর ভোরে নবদ্বীপে তার বাড়ি ফেরার জন্য হাওড়া স্টেশনে বসেছিলেন ট্রেন ধরবেন বলে। ঠিক সেই সময় অপরিচিত এক ব্যাক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গৌর বাবুর সম্পর্ক স্থাপন করেন।
বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ঘটনার সময় প্রতারক ঐ ব্যাক্তির পরনে ছিলো পুলিশের পোষাক। এরপর গৌরবাবুর সাথে বন্ধুত্বপুর্ন আচরন করার পর গৌরবাবুকে কফি খাওয়ার অনুরোধ করেন ।
গৌরবাবু বন্ধু পুলিশের কথা ফেলতে পারেনি। সেই কফি খেতেই গৌর বাবু অজ্ঞান হয়ে পড়েন । এরপর গৌরবাবুর সাথে থাকা সর্বস্ব লুট করে পালায় ঐ ব্যাক্তি।
খানিক বাদে যখন গৌরবাবুর হুশ ফেরে ততক্ষণে তিনি দেখতে পান তার সর্বস্ব খোয়া গেছে। তৎক্ষণাৎ অভিযোগ জানাতে হাওরা জি আর পি থানায় গেলে দেখেন সেই পুলিশ বন্ধু যে ভালোবেসে কফি খাইয়েছিলেন তার ছবি ঝুলছে পুলিশেরই ওয়ান্টেড লিস্টে।
পরে খোজ নিয়ে জানা যায় ঐ ব্যাক্তির বাড়ি হুগলির চন্দননগরে নাম তাপস চক্রবর্তি । পুরো ঘটনায় অভিযোগ জানিয়েছেন লিখিত ভাবে। যদিও অভিযোগ দায়ের হওয়ার পরেও উদ্ধার করতে পারেনি খোয়া যাওয়া সেই সমস্ত জিনিসপত্র।তবে গৌরবাবুর অভিযোগ, পুলিশ কোনো রকমভাবেই তদন্ত করছেন না
।

