নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ৪,আগস্ট :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের ঝাঁঝা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত্রে পৌঁনে ১১ টা নাগাদ কুড়ি হাজার টাকা নিয়ে পাচারের উদ্দেশ্যে ৩৬ বছরের সইফুদ্দিন মোল্লা দাঁড়িয়ে ছিল ঝাঁঝা এলাকায় ।
তৎক্ষণাৎ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় হাড়োয়া থানার পুলিশ হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক এবং পিসি অফিসার গৌতম নস্করের নেতৃত্বে চলে অপারেশন |
তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ পুলিশের প্রাথমিক জেরাতেই সে স্বীকার করে তার কাছ থেকে উদ্ধার হওয়া কুড়ি হাজার টাকায় পুরোটাই জাল নোট যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
তার পাশাপাশি ধৃত ওই যুবককে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্ত আরো এগিয়ে নিয়ে যেতে চান এবং
তার পাশাপাশি গত কয়েকদিনে বসিরহাটের বেশ কয়েক জায়গায় উদ্ধার হওয়া জাল নোটের সঙ্গে এর কোন যোগসূত্র রয়েছে কিনা সমস্তটাই খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।
সূত্রের খবর উদ্ধার হওয়া কুড়ি হাজার টাকা বাতিল হওয়া ২০০০ টাকা এবং নতুন ৫০০ টাকা তবে নোটগুলি জাল কিনা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ।