সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: মঙ্গলবার ১৯,ডিসেম্বর :: জয়নগর থানার পুলিশের বড়সড় সাফল্য। মোটর সাইকেল চুরির অভিযোগে সিসিটিভির সূত্র ধরে তল্লাশি অভিযানে নেমে উদ্ধার একাধিক মোটর সাইকেল। বেশ কিছুদিন যাবৎ জয়নগর থানা এলাকার বিভিন্ন প্রান্তে চুরি ছিনতাইয়ের পাশাপাশি বাইক চুরির অভিযোগ আসছিল। অভিযোগ গুরুত্ব দিয়ে জয়নগরের বিভিন্ন প্রান্তে অপরাধ দমনে চলছে পুলিশের কড়া নজরদারি।

এরপর তাদের দফায় দফায় জেরা করে মগরাহাট , মন্দিরবাজার এবং দক্ষিণ বারাসাত এলাকা থেকে মোট আটটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। ধৃতদের সঙ্গে আর কারা কারা জড়িত এবং আরো কতগুলো মোটর সাইকেলে তারা চুরি করেছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানা পুলিশ।