সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ২৪,জুলাই :: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় অশান্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মনোনয়নপত্র জমা দেওয়া থেকে গণনার পরেও ভাঙড়ে লাগাতার অশান্তির ঘটনা ঘটে । ভোট মিটে গেলেও এখনো যেন চাপা উত্তেজনায় রয়েছে ভাঙড়ে ।
শাসক বিরোধী সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে এলাকা । এবার পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার হলেন গ্রামের মহিলারা। লাঠি ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলেন কাঁটাডাঙ্গা এলাকার মহিলারা। তাদের অভিযোগ যে, পুলিশ মাঝেমধ্যেই এলাকায় ঢুকে বেছে বেছে আইএসএফ্ কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালাচ্ছে ও কর্মী সমর্থকদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে ।
মিথ্যা মামলায় ফাঁসিয়ে কেস দিচ্ছে পুলিশ। শাসক দলের মদতেই এলাকায় এই অভিযান চালাচ্ছে পুলিশ । বিক্ষোভকারী এক মহিলা রসনার খাতুন জানান, পুলিশ আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে মাঝেমধ্যেই চড়াও হচ্ছে । তৃণমূল এই কাজ করাচ্ছে পুলিশকে দিয়ে । পুলিশি ধরপাকরের জেরে এখন কার্যত গ্রাম পুরুষহীন। আমরা চাই এলাকায় শান্তি ফিরে আসুক। কিন্তু পুলিশই এলাকার শান্তি বিঘ্নিত করছে।