পুলিশের মানবিক মুখ – শতাধিক পথশিশু দরিদ্র দুঃস্থদের হাতে নতুন বছরের নতুন শীতবস্ত্র – দৃষ্টিহারাদের জন্য নতুন চশমা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার,০৭ জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বসিরহাট থানা এক মহতী উদ্যোগ নিল পুলিশ   আধিকারিকরা ।

তাদের নিজস্ব জমানো অর্থ দিয়ে শতাধিক মানুষকে যেমন শীতবস্ত্র তুলে দিলেন অন্যদিকে যেসব দরিদ্র মানুষ চোখের দৃষ্টির জন্য চশমা কিনতে পারছেন না তাদের নতুন চশমা দিলেন ।

বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, আইসি রক্তিম চট্টোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা।

বসিরহাট থানার ভিতরে একটি মঞ্চ তৈরি করে দুস্থদের মঞ্চে তুলে সংবর্ধনা নতুন বস্ত্র মিষ্টি মুখের মধ্য দিয়ে তাদের সম্মান জানালেন নতুন শীতবস্ত্র চশমা পেয়ে খুশি ।

২০২৬ এর প্রথম সপ্তাহে এই মানবিক মুখ দেখে তারা আবেগ আপ্লুত দিনরাত যেভাবে মানুষকে নিরাপত্তা থেকে শুরু করে ভালো থাকার জন্য প্রশাসন করে যায় তার মধ্য দিয়ে এই উদ্যোগ এক অভিনব । পাশাপাশি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিশিষ্টজনেরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =