পুলিশের হাতে ধরা পড়লো মূল লিংক ম্যান। নাম বিপুল অধিকারী, এনজিপি পুলিশের হাতে ধরা পড়লো ।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: টাকার বিনিময় সীমান্তের তারের বেড়া কেটে বাংলাদেশীদের ভারতে প্রবেশ করাতেন ! সেই কাজ করাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো মূল লিংক ম্যান। নাম বিপুল অধিকারী, এনজিপি পুলিশের হাতে ধরা পড়লো ।

প্রসঙ্গত জানা গেছে গত মাসের ২৩শে জানুয়ারী ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে। ফুলবাড়ির আমাইদিখি থেকে দুইজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের একজনের নাম আতাউর রহমান ,বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা। আরেক ব্যক্তির নাম ,আতাউরের আত্মীয় ফেরদৌস আলম। বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে।

সেখান থেকে পালিয়ে গিয়েছিল বিপুল অধিকারী। ধৃত দুই ব্যক্তির কাছ থেকে পুলিশ উদ্ধার করে হাইড্রোলিক কাটার এছাড়া আরো একাধিক তার কাটার সরঞ্জাম। ধৃতদের পুলিশী রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়। এরপর খোজ শুরু হয় হলদিবাড়ির মানিকগঞ্জ এর অধিকারী পাড়ার বিপুল অধিকারীর।

পুলিশ জানতে পেরেছে সেই নাকি তাদের ভারতে আসতে সাহায্য করেছে। অন্তত এক মাস ধরে জোর কদমে তল্লাশি অভিযান চালানো হয় । অবশেষে মেলে সাফল্য, সেই লিংক ম্যান বিপুল অধিকারীকে গ্রেফতার করে এনজেপি থানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + one =