নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: মঙ্গলবার ১৫,এপ্রিল :: ওয়াকফ বিল বাতিলের দাবিতে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার সোনপুর বাজার এলাকা । পুলিশ গাড়ি ভাঙচুর ও পুলিশকে মারধরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনার পর অ্যাকশান মুডে দেখা যায় কলকাতা পুলিশকে ।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনার পর মঙ্গলবারও থমথমে পরিস্থিতি সোনপুর বাজার এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন সকাল থেকে মোতায়েন করা হয় কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। ধীরে ধীরে বেলার দিক থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে সোনপুর বাজার।
দোকানপাট খোলে কিছু ব্যবসায়ী । গাড়ি ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করে পুলিশ । বাকিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযানও চলছে ।