নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকরতলা :: মঙ্গলবার ৬,মে :: বীরভূমের কাঁকরতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় সাহাপুর-কল্যাণপুর গ্রাম লাগোয়া এলাকায় একটি জার ভর্তি তাজা বোমা রয়েছে । খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ পুলিশ বাহিনী পৌঁছে জায়গাটা ঘিরে রাখার ব্যবস্থা করে নিরাপত্তার স্বার্থে।
পুলিশ সূত্রে জানা যায় যে একটি ঝোপের মধ্যে প্লাস্টিকের জার ভর্তি ২৫টি তাজা বোমা মজুদ ছিল। সেগুলো নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল বিভাগে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বম্ব ডিসপোজাল টিম মজুদকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে। বোমা নিষ্ক্রিয় করার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাঁকরতলা থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন।
সেই সাথে দুবরাজপুর অগ্নিনির্বাপক দপ্তর থেকে একটি দমকলের ইঞ্জিন এবং নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। বোমা উদ্ধার ঘিরে এলাকায় ফের আতঙ্কের ছায়া।
উল্লেখ্য মাস কয়েক আগে এই থানা এলাকার জামালপুর গ্রামে বালির তোলাবাজি নিয়ে শুরু হয় বোমাবাজি। যার ফলে একজনের একটি পা উড়ে যায়। তবে এদিনের বোমাগুলো কে বা কারা ঐ এলাকায় মজুদ করেছিল এবং কি উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল ইতিমধ্যে তার তদন্তে শুরু করেছেন কাঁকড়তলা থানার পুলিশ।