নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২০,জুলাই :: পুলিশ পরিচয়ে দিয়ে এক ব্যবসায়ী কাছ থেকে আড়াই লক্ষ টাকা ও সোনার আংটি নিয়ে চম্পট দিল দুজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের মিনা কুমারি চৌপতি এলাকায়। ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ঐ ব্যবসায়ীর নাম সুকুমার সাহা । ব্যবসায়ী জানান এদিন তিনি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছিলেন সেই সময় দুজন ব্যক্তির মোটরবাইকে করে এসে তাকে পুলিশ পরিচয় দিয়ে দাঁড়াতে বলেন ।
এরপর জিজ্ঞাসা করেন তিনি কোথায় যাচ্ছেন পাশাপাশি তার হাতে বেশ কয়েকটি সোনার আংটি ছিল । তারা বলেন হাতে এতগুলো আংটি পরে যাচ্ছেন ছিনতাইয়ের মত ঘটনা ঘটতে পারে ।
পরবর্তী ওই দুই ব্যক্তি ব্যবসায়ির ব্যাগ দেখেন ও আংটিগুলো ব্যাগের ভিতরে রেখে দেন । তবে ওই ব্যবসায়ী তার দোকানে এসে দেখেন তার ব্যাগে টাকা ও সোনার আংটি গুলো নেই । রীতিমতো তিনি হতবাক হয়ে পড়েন । এভাবে পুলিশ পরিচয় দিয়ে একপ্রকার ছিনতাইয়ের ঘটনায় চিন্তিত ব্যবসায়ী মহল ।
গোটা ঘটনা নিয়ে তিনি কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান। শহরে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে।

