নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২০,জুলাই :: পুলিশ পরিচয়ে দিয়ে এক ব্যবসায়ী কাছ থেকে আড়াই লক্ষ টাকা ও সোনার আংটি নিয়ে চম্পট দিল দুজন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের মিনা কুমারি চৌপতি এলাকায়। ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় ঐ ব্যবসায়ীর নাম সুকুমার সাহা । ব্যবসায়ী জানান এদিন তিনি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছিলেন সেই সময় দুজন ব্যক্তির মোটরবাইকে করে এসে তাকে পুলিশ পরিচয় দিয়ে দাঁড়াতে বলেন ।এরপর জিজ্ঞাসা করেন তিনি কোথায় যাচ্ছেন পাশাপাশি তার হাতে বেশ কয়েকটি সোনার আংটি ছিল । তারা বলেন হাতে এতগুলো আংটি পরে যাচ্ছেন ছিনতাইয়ের মত ঘটনা ঘটতে পারে ।
পরবর্তী ওই দুই ব্যক্তি ব্যবসায়ির ব্যাগ দেখেন ও আংটিগুলো ব্যাগের ভিতরে রেখে দেন । তবে ওই ব্যবসায়ী তার দোকানে এসে দেখেন তার ব্যাগে টাকা ও সোনার আংটি গুলো নেই । রীতিমতো তিনি হতবাক হয়ে পড়েন । এভাবে পুলিশ পরিচয় দিয়ে একপ্রকার ছিনতাইয়ের ঘটনায় চিন্তিত ব্যবসায়ী মহল ।
গোটা ঘটনা নিয়ে তিনি কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান। শহরে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে।