পুলিশ প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে ১২ নম্বর জাতীয় সড়ক যানজট মুক্ত অভিযান।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে শুরু হলো ১২ নম্বর জাতীয় সড়ক যানজট মুক্ত অভিযান। মালদা শহরের ওপর দিয়ে রয়েছে চার লেন যুক্ত জাতীয় সড়ক। করণা পরিস্থিতিতে দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে রথবাড়ি সবজি বাজারকে এক লেনের উপরে যান চলাচল বন্ধ করে বসানো হয়েছিল।প্রায় দু’বছর ধরে বিভিন্ন ধরনের ফল ফুল সবজি ব্যবসায়ীরা দখল নিয়েছিল ১২ নম্বর জাতীয় সড়ক এবং ফুটপাত। ফলে শহরে নিত্য যানজটের সৃষ্টি হতো। এই ঘটনায় সমস্যায় পড়তে হতো পথচারী ও শহরবাসী। সে কথা মাথায় রেখে যানজট মুক্ত শহর গরতে অভিযানে নামে প্রশাসন।

শনিবার সকাল থেকে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভার প্রশাসনিক কর্তারা ৪২০ মোড় থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত যানজট মুক্ত করতে নামে।

পাশাপাশি ট্রাফিক পুলিশ প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা লেনে আজ থেকেই শুরু হলো বাস চলাচল। অভিযানে উপস্থিত ছিলেন ট্রাফিক আইসি শান্তিনাথ পাঁজা, ট্রাফিক ওসি বিপুল পাল, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য আশিস কুন্ডু সহ অন্যান্য আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =