পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ, বুকে লাথি মারার জন্যএস ইউ সি আই সি এর তীব্র নিন্দা করে এবং দোষী পুলিশের শাস্তির দাবি তুলে প্রতিবাদ মিছিল

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: শনিবার ১২,এপ্রিল :: এস ইউ সি আই সি মথুরাপুর দুই নম্বর ব্লক পক্ষ থেকে জানান তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির পরিণামে স্বচ্ছতা ও দক্ষতার ভিত্তিতে কর্মরত থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় হয়েছিল।

মুখ্যমন্ত্রী দুদিন আগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ত্রাতা হিসাবে দেখাতে চাইলেন, অথচ কসবা ডি আই অফিস, বর্ধমান, মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর পুলিশ সেই শিক্ষকদের উপর ব্যাপক লাঠিচার্জ করল, বুকে লাথি মারল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসাবে তাঁর এই আচরণ এক কথায় সম্পূর্ণ দ্বিচারিতা।

আমরা এর তীব্র নিন্দা করছি এবং দোষী পুলিশের শাস্তি দাবি করছি। এর প্রতিবাদে  ১০ এপ্রিল সারা বাংলা প্রতিবাদ দিবসে রায়দিঘী, মথুরাপুর,ঢোলা, মন্দিরবাজার,বিষ্ণুপুর সহ বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি প্রদান করা হয়।

এদিন রায়দিঘী থানাতে বিক্ষোভ মিছিল পৌঁছালে থানার গেট গার্ডরেল দিয়ে মিছিলের পথ আটকে দেয়। এর পর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে সভা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =