নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: কালীগঞ্জের উপনির্বাচনের গণনার দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তামান্না খাতুনের। ঘটনার পর ৮২ দিন হতে চলল এখনো চার্জ জমা দেয়নি পুলিশ।
এদিন চার্জশিট কবে জমা দেওয়া হবে সেই খবর নিতেই সিপিএমের জেলা নেতৃত্বদের সাথে করে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কের সাথে দেখা করতে আসেন তামান্নার মা।তামান্নার মা আসা মাত্রই তাদের গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। শুধুমাত্র তামান্নার মাকে ভেতরে যাবার অনুমতি দিলেও তামান্নার মা সকলকে নিয়েই পুলিশ সুপারের সাথে দেখা করবেন বলে দাবি করেন।
দীর্ঘ ৪০ মিনিট এসপি অফিসের গেটের সামনে অবস্থানে বসেন তামান্নার মা সহ সিপিআইএমের জেলা নেতৃত্ব। অবশেষে ডিএসপি শিল্পী পাল এসে তাদের ভেতরে নিয়ে গিয়ে পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করান।
তামান্নার মায়ের অভিযোগ, প্রথমে পুলিশ বলেছিল ৪০ দিনে চার্জশিট জমা দেবে। তারপর ৪৫ দিনে এমন ভাবেই চূড়ান্ত তারিখ ছিল ১০ সেপ্টেম্বর। দিনের পর দিন চার্জশিট জমা দেওয়ার সময়সীমা অতিক্রম হলেও পুলিশ চার্জশিট জমা দিতে পারেনি।
আজ ৮২ দিনে পড়ল তামান্নার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কেন চার্জশিট জমা পরলো না কেন সেই বিষয়েই কথা বলেন পুলিশ সুপারের সাথে।
তামান্নার মা অভিযোগ করেন, পুলিশ এখনো পর্যন্ত সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি, তামান্না কে আমার কাছে ফিরিয়ে দিতে পারছে না ওরা শুধু মুখের ওপর গেট বন্ধ করে দিতে পারছে।
যদিও পরবর্তী সময়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ এর সাথে কথা বলে বেরিয়ে আসেন তামান্নার মা সহ সিপিআইএমের জেলা নেতৃত্ব।
তামান্নার মায়ের অভিযোগ এখনো পর্যন্ত ১৪ জন অভিযুক্ত অধরা তাদের পুলিশ কেন ধরতে পারছে না? তামান্নার বাবাকে মোলান্দি পুলিশ ক্যাম্পের সামনেই নাকি হুমকি দিচ্ছে অভিযুক্তদের পরিবার তা থেকেও পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ।