নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শুক্রবার ৪,অক্টোবর :: পূজার মুখে নদীয়ার নবদ্বীপ ভাগীরথী নদীর ওপর গৌরাঙ্গ সেতুতে ফাটল। ব্রিজের এক্সপেনশন প্লেট বসে যাওয়াতে ইতিমধ্যেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সকাল থেকে দুর্ভোগে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রী।
বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যান চলাচল। ইতি মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা । এর আগেও ২০২১ সালের অক্টোবর মাসে একই ঘটনা ঘটেছিল। সেই সময়ও প্রায় ১৫ দিনের জন্য যান চলাচল বন্ধ ছিল গৌরাঙ্গ সেতুতে। ফলে পুজোর মুখে নদিয়া বর্ধমান যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে চলেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বুলবুল ইসলাম। এসে গোটা বিষয়টি পরিদর্শন করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি জানান, এটা ভয়ের কোন বিষয় নয় ব্রিজের মাঝে এক্সপেনশন প্লেট কিছুটা বসে গিয়েছে।
এরপরেই ভারি যান চলাচল বন্ধ রাখা হয়েছিল তবে ছোট ছোট সমস্ত গাড়ি ট্রাফিকের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এটা তেমন বিপদের বড়সড়ো বিষয় নয়। ইতিমধ্যেই মেরামতির কাজে হাত লাগিয়েছে কর্মীরা।