নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ৮,অক্টোবর :: শতাব্দী প্রাচীন দুর্গা পূজো চাটুজ্যে বাড়ির। অন্যান্য বছরের মত এবছরও পূজো হচ্ছে। কিন্ত কোন উৎসব হচ্ছে না। পূজোর পাঁচ দিন আলোর রোশনাইএ চ্যাটার্জি বাড়ি ঝলমল করত। ঢাক,ঢোল,কাঁসর,ঘন্টার আওয়াজে কান পাতা দায় ছিল।
আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীর আনাগোনায় বাড়ি হৈ হৈ রৈ রৈ করত।ভিয়েন বসত বাড়িতেই। রান্নার ঠাকুরের চরম ব্যস্ততা।হরেক রকম রান্নার গন্ধে বাড়ি ম ম করত। এবছর তার বিপরীত চিত্র চাটুজ্যে পরিবারে।
শোকের ছায়া বাড়ির আনাচে কানাচে। আলো নেই। বাজনা নেই। আত্মীয়-স্বজন- লোকজন নেই। রান্নার রকমারি পদ নেই। পরিবারের সদস্যদের বুকে স্বজন হারানোর যন্ত্রনা।চোখে জল। মনে দৃঢ় প্রত্যয় – “তিলত্তমার বিচার চাই”।
আর জি কর হাসপাতালে নৃশংস হত্যার বিচার এখনও পায়নি তিলত্তমা। সারা দেশ জুড়ে আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ। অনেক পূজো কমিটি অনুদানের অর্থ ফেরত দিয়েছে। পূজো উদ্যোক্তাদের বেশিরভাগ পূজোই এ বছর জৌলুসহীন।কিন্ত শতাব্দী প্রাচীন পারিবারিক দুর্গা পুজোয় এই প্রতিবাদ ব্যতিক্রমী বলে মনে করছেন সাধারণ মানুষ।