নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৯,অক্টোবর :: পূজো বন্ধের নির্দেশ প্রশাসনের । মাথায় হাত পুজো উদ্যোক্তাদের। পূর্ব বর্ধমান শহরের সর্বমিলন সংঘের পূজোয় ঘটলো বিপত্তি! নিষেধাজ্ঞা জারি হল পূজা মণ্ডপের থিমে!
জানা গেছে সর্বমিলন সংঘের পুজোর থিম ছিল মাতা বৈষ্ণব দেবী। থিম-কে বাস্তবে রূপ দিতে তৈরি হয়েছিল ২২ ফুটের পাহাড়, আর তাতেই জারি হল প্রশাসনিক নিষেধাজ্ঞা! জানা গেছে দীর্ঘ তিন মাস যাবত দিন রাত এক করে তৈরি হয়েছিল সর্বমিলন সংঘের পুজোর থিম “মাতা বৈষ্ণব দেবী”।
হঠাৎই উদ্যোক্তারা খবর পায় তাদের পূজা মন্ডপ যাবে না, পুজো মণ্ডপ ঘিরে জারি হয় পিডব্লিউডি সহ প্রশাসনিক নিষেধাজ্ঞা। সর্বমিলন সংঘ পুজো কমিটির সম্পাদক বিশ্বজিৎ মন্ডল জানান, বাঙালির একটা বড় আবেগ দুর্গাপুজো।
৩৬৫ দিন শুধু অপেক্ষা এই জন্যই। ৩৬৫ দিন থাকে প্রস্তুতি পর্ব। দীর্ঘ তিন মাস পরিশ্রম করে মন্ডপকে একটা জায়গায় দাঁড় করিয়ে হঠাৎ জানতে পারি আমাদের মন্ডপের অবস্থা খুব খারাপ, ওঠা যাবে না। ২২ ফুট যেটা টপ লেভেল সেখানে আমরা পঞ্চাশ- ষাট জন দাঁড়িয়ে আছি কিন্তু কেন জারি হল নিষেধাজ্ঞা আমরা কিছুই বুঝতে পারছি না।
পাশাপাশি পুজো সমন্বয় কমিটির সম্পাদক সুকান্ত বাবু সর্বমিলন সংঘ পুজো কমিটির পাশে দাঁড়িয়ে বলেন, পুজো কমিটির সদস্যরা এত পরিশ্রম করেছে এর পিছনে সময় দিয়েছে আর সেটা যদি বন্ধ হয়ে যায় সেটা মোটেই কাম্য নয়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসন-কে সময় দিয়েছি ওনারা ভেবে জানাক।