নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: মঙ্গলবার ২৮,নভেম্বর :: অন্যান্য বছরের মতো রাধা গোপীনাথের রাসযাত্রা উপলক্ষে ভীমগড় অজয় ব্রীজ সংলগ্ন ভীমগড় অজয় ঘাটে হাজারো পুন্যার্থী স্নান করতে আসেন। বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া পঞ্চায়েত এলাকার অজয় নদীতে পশ্চিম বর্ধমান জেলার উখড়া সারদা পল্লীর চারজন বাসিন্দা অজয় নদে স্নান করতে নামলে চারজনই জলে তলিয়ে যায়।
