পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় নদী বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম , আতঙ্কিত গ্রামবাসীরা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ৮,অক্টোবর :: কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় দক্ষিণবঙ্গের গঙ্গাসাগরে মহিষামারি এলাকায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গোটা গ্রাম। আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা । যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে গঙ্গাসাগরে মহিষামারি, বাগুয়াখালী মোড়ে সুইরিস গেট সংলগ্ন নদী বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকতে থাকে গ্রামের মধ্যে। বিঘের পর বিঘে ফসল ক্ষতিগ্রস্ত হয়।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। সঙ্গে যান সাগরের বিডিও কানাইয়া কুমার রাও ও সেচ দপ্তরের একাধিক আধিকারিকরা ।

তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়েছে । এর পাশাপাশি এলাকাবাসীদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে নিম্নচাপ এবং পূর্ণিমার জেরে বঙ্গোপসাগরে জলস্ফীতি দেখা দিয়েছে।

সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । পাশাপাশি পূর্ণিমার জোয়ারের জলের তোড়ে কপিল মুনির মন্দিরের সামনে পুণ্যার্থীদের স্নানের জন্য তৈরি করা এক নম্বর স্নানঘাট ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাঁধ মেরামতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্নানঘাটিও পরিদর্শন করেন তারা । আগামী গঙ্গাসাগর মেলার আগে কপিলমুনি মন্দিরের সামনে এই ভাঙ্গন কার্যত রাজ্য সরকারের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =