নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ১০,আগস্ট :: এবার মোষ পাচার করার সময় অঞ্জাতরা মোষ ফেলে চম্পট দেয় ।স্থানীয় ক্লাবের সদস্যরা উদ্ধার করে চারটি মোষকে।পূর্ব বর্ধমানের, পূর্বস্থলীর ধারাপাড়ায় চারটি গাই মোষ উদ্ধার করেছে স্থানীয় ভারতী সংঘ ক্লাবের সদস্যরা। যার আনুমানিক মুল্য ৩ লক্ষ টাকা।
ক্লাবের একটি অস্থায়ী মন্ডপে গাভী মোষগুলো কে রাখা হয়েছে। সময়ে সময়ে খড়, খোল, সবুজ ঘাস খেতে দেওয় হচ্ছে। ক্লাবের সদস্যদের দাবি, গত তিন দিন আগে এই এলাকা থেকেই মোষগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ভ্রান্তের মতো সেগুলো ঘুরে বেড়াচ্ছিলো। এখনো পর্যন্ত মোষের প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।
বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকেও জানানো হয়েছে। ক্লাব সদস্যরাই নিজের চাঁদায় মোষ গুলোকে খাওয়াচ্ছেন। স্থানীয় কিছু বাসিন্দাদের অনুমান, গত শুক্রবার ওই মোষগুলোকে হাঁটিয়ে মাজিদার কমলনগর ঘাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। হয়তো কোন কারণে এই এলাকায় মোষগুলো ফেলে অজ্ঞাতরা চম্পট দেয়।
কে বা কারা মোষগুলো ফেলে পালিয়ে গেলো তা নিয়েও ধন্দে রয়েছে বাসিন্দারা। ক্লাব সদস্যরা জানিয়েছে, মোষের প্রকৃত মালিক, মোষ হারানোর প্রয়োজনী নথি নিয়ে এলে, তার হাতেই গাভী মোষগুলোকে তুলে দেওয়া হবে।