নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ২০,জুলাই :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার বসিরহাটে থানার সাকচুড়া বাগুন্দি গ্রাম পঞ্চায়েতের বাঁশ ঝারি গ্রামের ঘটনা। বছর ৩৭ এর জিয়ারুল গাজী বৃহস্পতিবার ভোররাতে তার কাছের সঙ্গী হাকিম জিয়ারুল গাজীর শ্বশুর বাড়িতে যায় তারপর একসঙ্গে বেশ কিছুক্ষণ গল্প গুজব করেন ।
হঠাৎই কোমর থেকে পিস্তল বের করে পরপর দুটো গুলি চালায়।গুরুতর জখম অবস্থায় পুলিশ উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের শাশুড়ি সালমা বিবি ও পরিবারের দাবি দীর্ঘদিনের এলাকায় দখল নিয়ে জিয়ারুল গাজীর সঙ্গে হাকিমের গন্ডগোল চলছিল।
তার জেরেই খুন বলে খবর। মৃত জিয়ারুল গাজীর বিরুদ্ধে জেলা ও রাজ্যের বিভিন্ন থানায় একাধিক খুন ছিনতাই ডাকাতি রাহাজানি অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।