পূর্ব বর্ধমানের একমাত্র স্টেশন যে রেলস্টেশনে আর কিছুদিনের মধ্যেই সংযুক্তিকরণ করা হবে হাওড়া বাঁকুড়া ভায়া মশাগ্রাম রেল স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মশাগ্রাম :: সোমবার ৭,এপ্রিল :: হাওড়া বর্ধমান কর্ডলাইন শাখার অন্য ব্যস্ততম জংশন রেলস্টেশন মশাগ্রাম জংশন রেল স্টেশন।

পূর্ব বর্ধমানের একমাত্র স্টেশন যে রেলস্টেশনে আর কিছুদিনের মধ্যেই সংযুক্তিকরণ করা হবে হাওড়া বাঁকুড়া ভায়া মশাগ্রাম রেল স্টেশনে। বর্তমানে মশাগ্রাম থেকে ছাড়ে বাঁকুড়া লোকাল।

রেল স্টেশনে মোট সাতটি প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকদিন যাত্রীরা কলকাতা থেকে শুরু করে বর্ধমান,বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় কর্মসূত্রে যান এই জংশন রেলস্টেশন থেকে। কিন্তু এই জংশন রেল স্টেশনের পশ্চিম দিকে রয়েছে একটি মাত্র টিকিট কাউন্টার।

স্টেশনের পূর্ব দিকে প্রায় আট থেকে দশটি গ্রাম রয়েছে, ওই এলাকার মানুষরা এই স্টেশন ব্যবহার করে যাতায়াত করেন।

নিত্যযাত্রীদের অভিযোগ পূর্ব পাড়ের মানুষদের টিকিট কাটতে বিরাট উঁচু সিঁড়ি পেরিয়ে পশ্চিম পারে গিয়ে টিকিট কেটে আবার অপর পারে পূর্ব দিকে ফিরতে হয়।

বয়স্ক বা দুর্বল ব্যক্তিরা অত উচু সিঁড়ি পেরিয়ে, টিকিট কাটতে যেতে খুবই অসুবিধার মধ্যে পড়েন, কেউ যদি ভাবেন গাড়ি করে উল্টোপারে গিয়ে টিকিট কাটবেন, তাহলে তাকে ২ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়।

যেখানে রয়েছে রেলগেট, যে গেট পড়লে প্রায় ৩০ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের, যা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। তাই নিত্যযাত্রীদের দাবি মশাগ্রাম রেলস্টেশনে পূর্ব পাড়ে একটি টিকিট কাউন্টার করা হোক।

পাশাপাশি যদি প্ল্যাটফর্ম গুলিতে এস্কেলেটর এর ব্যবস্থা করা হয় তাহলে অনেকটাই সমস্যার সমাধান হবে নিত্য যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =