নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ১৩,মে :: ” পূর্ব বর্ধমানের কালনার কল্যাণপুর পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিল গ্রামবাসীরা ” তীব্র দাবদহে যখন মানুষ অতিষ্ঠ ,পানীয় জলের জন্য হাহাকার করছে , যে জল এই সময় মানুষকে সাহায্য করতে পারে সেই জল না থাকায়, কালনার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালো গ্রামবাসীরা।। বিক্ষোভ পানীয় জলের দাবি সহ বেহাল রাস্তার সংস্কারের দাবীতে ।
চারটি গ্রামের পানীয় জল সহ রাস্তার ব্যাপারে পঞ্চায়েত প্রধানের অসহযোগিতার কারণে কল্যাণপুর পঞ্চায়েতে তালা দিল গ্রামবাসীরা। হাটগাছা, বেগুনিয়া, মালিকেলেনয়, এক চাকা, এই চারটি গ্রামের মানুষ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া হয় , চারটি গ্রামের একটি মাত্র শ্মশানঘাট শ্মশান যাত্রীরা শব বহন করে এনে এই গরমে শ্মশানে জল পাননা।
একটি পানীয় জলের কল । সেই কলটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে রয়েছে। বারবার পঞ্চায়েত প্রধান কে জানানো সত্ত্বেও কলটি এখনো পর্যন্ত সারানো হয়নি। এই কলটি না সারানোর অভিযোগ গ্রামবাসীদের।সঙ্গে রাস্তারও বেহাল দশা দীর্ঘদিন ধরে।
প্রধানকে বলেও কোন কাজ হয়নি। ন্যূনতম সহযোগিতা গ্রামবাসীদের সাথে করেনি প্রধান ।এই অভিযোগে শেষ পর্যন্ত আজ তালা লাগিয়ে দিল কল্যাণপুর পঞ্চায়েতের অফিসে গ্রামবাসীরা।