নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গলসি :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমানের গলসি থানার পুরাতন গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মহাদেব বাগদি বয়স ১৭বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মোবাইল ফোন নিয়ে মহাদেব ও তার নাবালিকা স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। অভিযোগ, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করে স্ত্রী। পরে ওড়না দিয়ে ঝুলিয়ে দেয় মহাদেবকে।
পরিবারের দাবি, মাঝরাতে স্ত্রীর কান্নার আওয়াজ শুনে বাড়ির লোকজন ছুটে আসেন। প্রথমে স্ত্রী দরজা খুলতে অস্বীকার করলেও কিছুক্ষণ পরে দরজা খোলে। তখনই মহাদেবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় গলসি থানায়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে খবর, নাবালিকা স্ত্রীকে আটক করে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।