নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বুদ্বুদ :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: পূর্ব বর্ধমানের বুদবুদের মানকর পঞ্চায়েতে তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ চরমে পৌঁছেছে। অভিযোগ উঠেছে উত্তর ক্যানেল পাড় এলাকায় দলবল নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান এবং মানকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ঘোষ।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দলের মহিলা পঞ্চায়েত সদস্য মিতালি মজুমদার থানায় তন্ময় ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, তৃণমূলের নির্দেশ মেনে মনোনীত মহিলা প্রধানকে না মানায় তাদের আগেও হেনস্থার শিকার হতে হয়েছে।
মিতালির স্বামী অলোক মজুমদার, যিনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাকেও দোকান থেকে তুলে নিয়ে অপমান করা হয়। এবার থানায় অভিযোগ জানানোয় তাদের নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে জানিয়েছেন মিতালি।
অন্যদিকে তন্ময় ঘোষ দাবি করেছেন যে, ওই পার্টি অফিস তৈরির বিষয়ে তার বা ব্লক নেতৃত্বের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাই তিনি নিজেই দাঁড়িয়ে থেকে সেটি ভেঙে দিয়েছেন এবং বলেছেন যে, দলের গাইডলাইন মেনেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।