নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ১৩,ডিসেম্বর :: অভিযোগ, গ্রামের বাসিন্দা দীনেশ মাঝি বিগত পাঁচ বছর ধরে বোর-পলাশন ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হেমন্ত চৌধুরী–র জমি ভাগচাষি হিসেবে চাষ করে আসছেন। চলতি মৌসুমেও সেই জমিতে চাষ করে সদ্য পাকা ধান মাঠেই কেটে রেখে দেন দীনেশ।
এই সময় তিনি খবর পান, একজন মহিলা ট্রাক্টর নিয়ে এসে তার কাটা ধান মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছেন। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি দেখেন, নিবেদিতা রায় নামে এক মহিলা ট্রাক্টরে ধান বোঝাই করে নিয়ে যাচ্ছেন। সূত্রের খবর, নিবেদিতা রায় হলেন জমির মালিক হেমন্ত কুমার চৌধুরীর শরিক।
অভিযোগ, ভাগচাষীকে কিছু না জানিয়েই মাঠ থেকে ধান নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই মহিলা। বিষয়টি গ্রামবাসীদের জানা মাত্রই ক্ষোভ ছড়িয়ে পড়ে। ধান বোঝাই ট্রাক্টর আটকে দেন স্থানীয়রা।
খবর পেয়ে মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ধান ভর্তি ট্রাক্টর আটক করে রাখে গ্রামবাসীরা। ভাগচাষী দীনেশ মাঝি জানান, তিনি পুরো ঘটনার লিখিত অভিযোগ থানায় জানাবেন। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

