পূর্ব বর্ধমানের মেমারী থানার অন্তর্গত শংকরপুরে এক দম্পতিকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ,আটক ১,জন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ৪,এপ্রিল :: পূর্ব বর্ধমানের মেমারী থানার অন্তর্গত শংকরপুরে এক দম্পতিকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ,আটক ১,জন। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার রাতে। আহত ব্যক্তির নাম নিমাই ধারা, ও মহিলার নাম শ্যামলী ধারা।

নিমাই ধারার মা লক্ষীধারা জানান ছেলে নিমাই ধারাকে ও তার সঙ্গে থাকা শ্যামলী ধারাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক ব্যক্তি, যদিও অভিযুক্ত ব্যক্তি শ্যামলী ধারার প্রথম পক্ষের স্বামী বলে অনুমান স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায় এক ব্যক্তির সঙ্গে শ্যামলী ধারার বাকবিতণ্ডা হয় শংকরপুর মোড়ে, এবং শ্যামলী ধারাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। নিমাই ধারা ঘটনাস্থলে পৌঁছাতেই তার গলাতেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ।

গুরুতরভাবে আহত হয় শ্যামলী ধারা ও নিমাই ধারা, ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আহত ওই দুজনকে মেমারি গ্রামীণ হাসপাতালে আনলে

কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি বুঝে তড়িঘড়ি তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত নিমাই ধারার মা লক্ষীধারা থানাতে লিখিত অভিযোগও করবেন বলে জানান।

যদিও পুলিশ জানায় ঘটনার খবর পৌছাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেমারি থানার পুলিশ এবং এই ঘটনায় অভিযুক্ত একজনকে ধাওয়া করে ধরে ফেলে ও আটক করে থানায় নিয়ে আসে বলে জানা গেছে। স্থানীয়দের অনুমান মহিলার প্রথম স্বামী এই ধারালো অস্ত্র দিয়ে শ্যামলী ধারা ও তার সঙ্গে থাকা নিমাই ধারাকে আঘাত করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 7 =