নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: বুধবার ২৩,জুলাই :: পূর্ব বর্ধমানের ১৯ নং জাতীয় সড়কে পরপর পড়ে রয়েছে ৯ টি গরুর মৃত দেহ । আর এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারী থানার অন্তর্গত পালসিট সংলগ্ন এলাকায়। জানা যায় একটি গরু বোঝাই ট্রাক বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল ।
সেই সময় অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গরু বোঝাই ট্রাকটি। আর তাতেই ঘটে বিপত্তি । মারা যায় ৯ টি গরু ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেমারী থানার পুলিশ। ৯ টি গরু মারা গেলেও ইতিমধ্যেই ১৫ টি গরুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক পুলিশ এসে ঘটনার পরিস্থিতি সামাল দেয়।ইতিমধ্যে দুর্ঘটনা গ্রস্থ গাড়িটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় । তবে এই বিষয়ে স্থানীয়দের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।