নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শক্তিগড় :: শনিবার ২৬,জুলাই :: ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার অন্তর্গত বড়শুল ২ গ্রাম পঞ্চায়েতের বামুনপুকুর পার এলাকায়। জানা যায় বাড়ির সানশেড চাপা পড়ে মৃত্যু হয়েছো ওই মহিলার নাম অনিমা বিশ্বাস বয়স ৫৭বছর।
ঘটনা স্থলে শক্তিগড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতার ছেলে প্রনয় বিশ্বাস জানায় , মা রাতের রান্নার জন্য উঠানে বালতিতে নিয়ে ঘরে ঢুকতে যাওয়া সময় সানশেডের অংশ ভেঙ্গে চাপা পড়ে মহিলা । পুলিশ জেসিবি দিয়ে সিমেন্টের স্ল্যাব সরিয়ে দেহ উদ্ধার করে ।
দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।