নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: ওয়েস্ট বেঙ্গল স্টেট কাবাডি এসোসিয়েশনের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান কবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় অষ্টম তম কবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা হলো বর্ধমানের কালি বাজারে কবাডি এসোসিয়েশনের মাঠে ।
পুরুষ দলের ২২ টা এবং মহিলা দল ১৮ টা দল এই খেলায় অংশগ্রহণ করে । প্রায় ৮০০ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন এই খেলায়। রাজ্য শাখার সভাপতি স্বপন ব্যানার্জি (বাবুন) ও এবং সহ-সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ ও অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।