নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার,কাটোয়ার গাঙ্গুলীডাঙা এলাকায় প্রায় ১১০০ জন ভোটারের হাতে শুনানির নোটিশ পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।
প্রতিবাদে তারা বর্ধমান–কাটোয়া রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এর জেরে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাটোয়ার জয়েন্ট বিডিও। তবে তাঁর উপস্থিতিতেও বিক্ষোভ থামেনি।
গ্রামবাসীদের স্পষ্ট দাবি, যতক্ষণ না কাটোয়ার মহকুমা শাসক (এসডিও) ঘটনাস্থলে এসে তাদের সঙ্গে আলোচনা করছেন, ততক্ষণ পথ অবরোধ তুলে নেওয়া হবে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক ও বয়স্ক মানুষ।
শুনানির কেন্দ্র গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে পৌঁছানো তাদের পক্ষে অত্যন্ত কঠিন। তাই প্রশাসনের কাছে তাদের দাবি, গ্রামসংলগ্ন বুথ বা নিকটবর্তী কোনো বিদ্যালয়ে শুনানির ব্যবস্থা করা হোক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।

