নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৬,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার,পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিএলআরও দপ্তরের দুই কর্মীকে হেনস্থা ও মারধরের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্ত, নাদনঘাট থানার পারুলডাঙ্গা এলাকার বাসিন্দা সরস্বতী দশাদ-কে শনিবার কালনা মহকুমা আদালতে তোলা হয়। বিচারক শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন।
ঘটনার সূত্রপাত পারুলডাঙ্গা মৌজার একটি পুরনো ডোবা নিয়ে। ব্লক ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে ভরাট হয়ে যাওয়া সেই ডোবার বিষয়েই অফিসে কথা বলতে এসে আচমকাই সরস্বতী দেবী ওই দপ্তরের কর্মীদের উপর চড়াও হন এবং নথিপত্র জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এর পরেই নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করে ব্লক ভূমি রাজস্ব দপ্তর।
অভিযোগের ভিত্তিতে সরস্বতী দেবীকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আদালত চত্বরে সংবাদমাধ্যমের সামনে সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানান, “অবৈধ কাজ হচ্ছিল, আমি শুধু প্রতিবাদ করেছিলাম। তারই জেরে আমাকে মারধর করে কর্মীরা। আমি কাউকে আক্রমণ করিনি”।