নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৩,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও অফিসে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের ‘বেআইনি বদলি’র অভিযোগে ডেপুটেশন জমা দিতে গিয়ে বিডিও অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় শাসকদলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল।
অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ নম্বর ব্লকের প্রাক্তন কার্যকরী সভাপতি আহম্মদ সামস তাবরিজ ওরফে অরূপ মির্ধা ডেপুটেশন দিতে গিয়ে বিডিও চিন্ময় দাসকে কড়া শাসানি দিচ্ছিলেন। সেই সময় সেখানে উপস্থিত হন ভাল্কী পঞ্চায়েতের উপপ্রধান সাদীরুল সেখ।
অভিযোগ, বিডিওকে রক্ষা করতে গেলে অরূপ মির্ধা আগ্নেয়াস্ত্র চোখে গুঁজে দিয়ে এবং চেয়ার তুলে বেধড়ক মারধর করেন সাদীরুলকে। গুরুতর জখম হন তিনি। একই ঘটনায় স্থানীয় যুবক সুমন ঘোষও আহত হন। আহতদের জামতাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
এই ঘটনার নেপথ্যে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের নাম তুলেছেন ব্লক তৃণমূল সভাপতি সেখ আব্দুল লালন। তাঁর অভিযোগ, “যে ব্যক্তিরা দলের কেউ নয়, তাদের সঙ্গেই ঘুরে বেড়িয়ে অশান্তি করছেন বিধায়ক। এর আগেও পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুইকে মারধরের নির্দেশ দিয়েছিলেন তিনি, এবার উপপ্রধান আক্রান্ত হলেন”।