পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম এলাকায় ধান জমিতে ক্ষতির সম্মুখীন চাষীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ২৭,অক্টোবর :: ঘুর্নিঝড় দানার প্রভাবে ঝড় হাওয়া ও বৃষ্টির কারণে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম এলাকায় ধান জমিতে ক্ষতির সম্মুখীন চাষীরা। পুজোর আগে প্রবল বৃষ্টি এবং ডিভিসি-র ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল।

ফের ঘুর্নিঝড় দানার প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে এলাকার ধান জমিতে ক্ষতির সম্মুখীন চাষীরা। কারণ মরশুমের এই সময় ধান জমিতে ধান পাকতে শুরু হয়। আর ধান পাকার মুখে এই ঝড় ও বৃষ্টির কারণে কাটোয়া দুই ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামের চাষিরা ক্ষতির সম্মুখীন। এই অবস্থায় সরকারি সহায়তা কী মিলবে ? এখন সেদিকেই তাকিয়ে চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =