নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ২৫,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কালনার ভাগীরথী তীরবর্তী এলাকায় বায়োডাইভারসিটি পার্ক তৈরির জন্য ডিপিআর তৈরি হবে খুব শীঘ্রই সেই লক্ষ্যে উচ্চপর্যায়ের দল প্রতিনিধি গঙ্গা বক্ষে চালালেন পরিদর্শন।
বায়োডাইভারসিটির সিনিয়র রিসার্চ অফিসার অনির্বাণ রায় ও আর এক রিসার্চ অফিসার প্রকাশ প্রধানের নেতৃত্বে বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং জেলা পরিবেশ দপ্তর বায়োডাইভারসিটি বোর্ডের কো-অর্ডিনেটর অরূপ কুমার মাঝি পরিদর্শনে আসেন । হাজির ছিলেন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্ত, উপ পৌরপতি তপন পড়েল সহ বিশিষ্টজনেরা।
কালনার কাটিগঙ্গা এলাকা থেকে কালনা মহকুমা শাসকের বাংলোর পিছন অংশ পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার ভাগীরথীর তীরবর্তী অংশের বায়োডাইভারসিটি পার্ক তৈরি হবে। বাটারফ্লাই পার্ক, ভেষজ গাছের বাগান, বিভিন্ন ফল ফুলের বাগান, কটেজ সহ নৌকা ভ্রমণ করে বিভিন্ন পর্যটকেরা পরিবেশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
বিগত কয়েক বছর ধরে পরিযায়ী পাখিরাও এই চরে ভিড় জমাচ্ছে উপরি পাওনা হিসাবে পরিযায়ী পাখিও দেখতে পারবেন পর্যটকেরা। পরিবেশ দপ্তরের উদ্যোগে কালনা পৌরসভার সহযোগিতায় এখানেই গড়ে উঠবে বায়ো-ডাইভারসিটি পার্ক তারই ডিপিয়ার তৈরীর জন্য একটি উচ্চপর্যায়ের পরিদর্শনকারী দল এদিন পরিদর্শন করলেন এলাকা।